Ekta Gaan Likho Amar Jonno Song Is Sung by Pratima Banerjee. Cover Version Song Is Sung by Adriza Chakraborty. Music Composed by popular Composer Sudhin Dasgupta And Song Lyrics In Bengali Written by Subir Hazra. Same Song Is Sung by Kanak Chapa, Ankita Bhattacharyya .
Song : Ekta Gan Likho Amar Jonno (1961)
Singer : Pratima Bandopadhyay
Music : Sudhin Dasgupta
Lyrics : Subir Hazra
Cover by : Adriza Chakraborty
একটা গান লিখো আমার জন্য
একটা গান লিখো আমার জন্য,
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য,
একটা গান লিখো আমার জন্য।।
সে গান যেন আমায় উজাড় করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়,
আমি যেন হই তোমার মাঝে ধন্য।
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য,
একটা গান লিখো আমার জন্য।।
আমি ছিলেম তোমার প্রেমের
প্রথম স্বপ্ন নায়িকা,
লিখেছি তোমার মনের আখরে
অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজও আমার মনে পড়ে যায়
কেমন করে যেন আমায় খুঁজে পায়,
জীবন তরী যে বোঝাই সহজ পণ্য।
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য,
একটা গান লিখো আমার জন্য
একটা গান লিখো আমার জন্য
একটা গান লিখো আমার জন্য।।
0 Comments