Pages

Ekkhana Megh Veshe Elo Akashe Lyric(একখানা মেঘ ভেসে এলো আকাশে লিরিক্স) || Bhupen Hazarika || Shivdas Bandopadhyay || Bengali Song || Nj Music Bengali

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ভূপেন হাজারিকা

শিল্পী- রুমা গুহঠাকুরতা


একখানা মেঘ ভেসে এল আকাশে

একঝাঁক বুনো-হাঁস পথ হারালো

একা একা বসে আছি জানালা পাশে

সে কি আসে, যারে আমি বেসেছি ভালো ||


এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে

শর্মিলা মনে আজ কেন কে জানে

ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা

একমুঠো অনুরাগ মন ভরালো ||


আমি একা যক্ষ এই শহরের

যারে ডাকি কেন তার পাই না সাড়া

চোখে তাই ঝরো ঝরো বৃষ্টি ধারা |


ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা

এ সময়ে ভালো আর লাগে না একা

বাতাসের হাতে আজ পেলাম চিঠি

বিরহের কথা মেঘ লিখে পাঠালো ||

Post a Comment

0 Comments