-: লালন গীতি। :-
সব লোকে কয়
লালন কি জাত সংসারে × ২
লালন বলে জাতের কি রূপ (×২)
দেখলাম না এই নজরে
কেউ মালা কেউ তসবি গলে
তাই তো রে জাত ভিন্ন বলে × ২
যাওয়া কিংবা আসার বেলায় (×২)
জাতের চিহ্ন রয় কারে ?
সুন্নৎ দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান ? × ২
বামন চিনি পৈতে প্রমাণ (×২)
বামনী চিনি কি প্রকারে ?
0 Comments