Song: Mon Matal Sanjh Sakal
মন মাতাল সাঁঝ সকাল
Album: Smaraniyo Adhunik Gaan
Artist: Mukesh
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
মন মাতাল সাঁঝ সকাল
Album: Smaraniyo Adhunik Gaan
Artist: Mukesh
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে
মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে
নিত্য কাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে
মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে
সব অচেনা লাগে মনে হয়
কিছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
সব অচেনা লাগে মনে হয়
কিছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
গীত হীনা প্রাণ বীণা
কেন মিছে সাঁধে
মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে
ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
আস্থাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
আস্থাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
সান্তনা কিছু না আমার
প্রেমের ফাঁদে
মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে
নিত্য কাল স্বপ্ন-জাল মায়ায় কেন বাঁধে
মন মাতাল সাঁঝ-সকাল কেন শুধুই কাঁদে
0 Comments