Pages

Amar Ei Horinam Jabe Sedin Sathe Lyric(আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে লিরিক্স) || লোকগীতি || Baul Song || Samiran Das Baul || Bengali Sad Song || Nj Music Bengali

Amar Ai Hori Nam Jabe Sedin Sathe This Bangla Baul song sung by Samiran Das Amar Ei Hori Naam Bengali folk Song Lyrics and Music Composed by Gongadhor Das.

Song : Amar Ei Hori Naam

Singer : Samiran Das

Music & Lyrics : Gongadhor Das


 আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো,

আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো,

আমি হেলেদুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে।

আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো,

আমার এই হোরিনাম যাবে সেদিন সাথে গো,

আমি হেলেদুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।

ভুল করো তালে মুখে হরি বলে,

ভুল করো তালে মুখে হরি বলে,

আনন্দে থাকবে সবাই মেতে,

আনন্দে থাকবে সবাই মেতে।

আমার এই হরিনাম,

এই হরি নাম যাবে সেই দিন সাথে গো

আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।



আপন স্বজন গাড়ী আর বাড়ী,

থাকবে পড়ে সারি সারি × ২

সবাই একটু কাঁদিবে, সাথী পরে ভুলে যাবে,

সবাই একটু কাঁদিবে, সাথী পরে ভুলে যাবে,

মান অভিমান পুড়বে সাথী চিতার ধোঁয়াতে,

এই মান অভিমান পুড়বে সাথি চিতার ধোঁয়াতে।

আমার এই হরিনাম যাবে সেই দিন সাথে গো

এই হরিনাম যাবে সেই দিন সাথে গো,

আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।



কি হারালাম, কিবা পেলাম

সংসার আগুনে জ্বলে মরলাম × ২

ও বন্ধু,নাম সুধা রসে একবার চলো না মন ভেসে,

হরিনাম সুধা রসে একবার চল না মন ভেসে,

নামই সত্য আছে ধরাতে,

নামই সত্য আছে ধরাতে।

আমার এই হরিনাম যাবে সেই দিন সাথে গো

এই হরিনাম যাবে সেই দিন সাথে গো

আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।



হলো না আমার দয়ালের গুনগান,

গুরু আমায় দাও গো চেতন × ২

বলছে অধম গঙ্গাধরে, দেখা পাব কি তোমারে,

বলছে অধম গঙ্গাধরে, দেখা পাব কি তোমারে,

শেষের দিনে মিনতি তোমাকে,

শেষের দিনে মিনতি তোমাকে।

আমার এই হোরিনাম যাবে সেদিন সাথে গো,

এই হোরিনাম যাবে সেদিন সাথে গো,

আমি হেলেদুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।

ভুল করো তালে মুখে হরি বলে,

ভুল করো তালে মুখে হরি বলে,

আনন্দে থাকবে সবাই মেতে,

আনন্দে থাকবে সবাই মেতে।

আমার এই হরিনাম,

এই হরি নাম যাবে সেই দিন সাথে গো

আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে,

আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।


Amar ei Hori naam jabe sedin sathe go

Amar ai Horinam jabe sedin sathe go

Ami hele dule jabo soshan ghate

Ami hele dule jabo sosan ghate

Khol korotale Mukhe hori bole

Anonde thakbe shobai mete

Amar ei Hari naam

Ei Harinaam jabe sedin sathe go

Ami hele dule jabo soshan ghate

Amar ei Hari nam jabe sedin sathe go

Post a Comment

0 Comments