Song : Loke Bole Bole Re
Written & Composed By : Hason Raja
Cover By : Koushik And Friends
Recorded & Mixed By : Koushik Chakraborty
লোকে বলে বলেরে
ঘর বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।
লোকে বলে বলেরে
ঘর বাড়ি ভালা নাই আমার।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর,
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।
লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার।
এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধ,
কোথায় নিয়া রাখবো আল্লায়
তাই ভাবিয়া কান্দে।
লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন,
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।
লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার।
0 Comments