আমার বড় মায়ের ডাকে
Amar Boro Mayer Daake
কথা ও সুর:- হরিহর ঝা
শিল্পী:- চন্দ্রা ঝা মিশ্র
আমার বড় মায়ের ডাকে বিশ্বজগত জাগে ( × ২)
তোমার কৃপার নেইকো তুলনা।
মা লক্ষ্মী মা জগতজননী বড় মা (×২)
লাল পেড়ে সাদা বসন অঙ্গে শোভা পায়
দিব্যরুপে উজ্জল ছটায় দীপ্ত বিশ্বময়। × ২
চন্দ্র সূর্য যেমন ছড়ায় জ্যোতি কিরণ (×২)
তারাও করে আরাধনা
বিশ্বজুড়ে সবার প্রাণে,তোমার অধিষ্ঠান,
হতাশ মনে জাগাও আশা, করো যাতনার অবসান × ২
ভক্তিভরে পূজিলে তোমায় (×২)
দূরে পালায় ত্রিতাপ যাতনা।
আলতা রাঙা চরণতলে, ঠাঁই দিও গো মা,
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিও, জ্ঞানের চেতনা × ২
অভয় চরণ পেলে,মোক্ষলাভ মেলে(×২)
এইটুকু চাই আর কিছু চাইনা।
0 Comments