গান:- শারদ প্রভাতে এসো মা দুর্গে
কথা:- শ্রী সুবীর গুপ্ত
সুর:- শ্রী শেখর শী
তাল:- দাদরা (৩/৩)
রাগ:- মিশ্র ভৈরবী
শারদ বন্দনা (শারদীয়া শুকতারা)
শারদ প্রভাতে এসো মা দুর্গে
এসো মা মধুর হাসিনী
শুদ্ধ চিত্তে করি আবাহন
এসো মা সুখদ ভাষিনি × ২
দূর করো মা পাপ কলুষ সংকোচ সংশয় ×২
দেহ মা শক্তি দেহ মা ভক্তি দেহ মা রবাভয়ো মা ×২
অসুরে বধিতে এসো ধরা তলে
এসো মা অসুর ত্রাসিনী
শুদ্ধ চিত্তে করি আবাহন
এসো মা সুখদ ভাসিনি
আলোকিত করো আঁধার ধরণী
তোমারি চরণে স্পর্শে মা (×২)
তোমারে বরিতে পূজা প্রাঙ্গণে
মেতেছে পুলকে হর্ষে মা (×২)
এসো সংকটে রুদ্র রূপিনী সংকট করো দূর ×২
এসো অপরূপা জগত জননী, আনো আনন্দ সুর মা(×২)
এসো বায়ু বেগে সিংহ বাহিনী
এসো মা শিখর বাহিনী
শুদ্ধ চিত্তে করি আবাহন
এস মা সুখদ ভাসিনি।
0 Comments