Durge Durge Durgatinashini
Singer : Asha Bhoshle
Music Director : R. D. Burman
Lyricist : Swapan Chakraborty
Label : Saregama Bengali
দূর্গে দূর্গে দূর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দূর্গে,
দূর্গে দূর্গে দূর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দূর্গে,
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী,
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী,
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী।
দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী,
অদ্বিতীয়া তুমি অনন্যা
অদ্বিতীয়া তুমি অনন্যা
ভবানী মা দুঃখহারিনী,
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শুম্ভ নিশুম্ভ দানব দলনী
ভক্তি মুক্তি দায়িনী।
শুম্ভ নিশুম্ভ দানব দলনী
ভক্তি মুক্তি দায়িনী,
যোগ প্রসবিনী মহা-যোগিনী
চণ্ডীকে মা শিবানী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শতগুনে মহা-সরস্বতী
রজোগুণে মহালক্ষ্মী রূপিনী।
শতগুনে মহা-সরস্বতী
রজোগুণে মহা লক্ষ্মীরূপিনী,
তম-গুণে মহাদুর্গা তুমি
তম গুণে মহা দুর্গা তুমি
মহামায়া গো সনাতনী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে,
দেবী দুর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী,
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
মহা সরস্বতী, মহা লক্ষ্মীরূপিনী
মহাদুর্গা তুমি, সনাতনী, মা।
0 Comments