O Amar Desher Mati Lyrics Independence Day 15th August special bengali Rabindra Sangeet is sung by Trisha Parui and Chorus. Same Patriotic Freedom song is sung by Hemanta Mukherjee, Srikanto Acharya, Lopamudra Mitra, Pritam Das from Taalpatar Shepai, Srabani Sen, Iman Chakraborty, Rezwana Chowdhury Bannya, Indranil Sen, Nachiketa Chakraborty, Borno Chakroborty, Shilpi Kundu and many various artists in their own way. O Amar Desher Mati Lyrics in bengali written by Rabindranath Tagore. The notation of this song is composed by Indira Debi Chowdhurani. The Rhythm of this song is Dadra and Raga is Pilu-Baul. The
গান:- ও আমার দেশের মাটি
রাগ:- পিলু
তাল :- দাদরা
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা।
ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
ও মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
0 Comments