Pages

Ke Anilo Re Kothy Chilo Re Lyric(কে আনিলো রে কোথায় ছিলো রে লিরিক্স) || Bengali Bhaktigeet || ভক্তিগীতি || Devotional Song || Nj Music Bengali

Singer :- Gour Ray

Lyric & Tune :- Bijay Dhibar

 

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

নদিয়া নগরে শচি মাতার ঘরে

নদিয়া নগরে শচি মাতার ঘরে

উদয় হলো নিমাই চাঁদ

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম



হরি নাম ভজো নাম জপো

নাম করো সার

হরি নামে ভাসাও তরি

হয়ে যাবে পার

হরি নাম ভজো নাম জপো

নাম করো সার

হরি নামে ভাসাও তরি

হয়ে যাবে পার

হরি নামে মাতোয়ারা ওওওও

হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম


কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম



যত পাপি তাপি তরে গেলো

এই হরি নামে

মুখে বলো হরিনাম

শ্রবন করো কানে

যত পাপি তাপি তরে গেলো

এই হরি নামে

মুখে বলো হরিনাম

শ্রবন করো কানে

হারি নামে আছে সুধা ওওওও

হারি নামে আছে সুধা অমৃত সমান


কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম



বিজয় ধিবর বলছে হরি

নাম ছাড়া গতি নাই

প্রেমানন্দে বাহু তুলে

হরি বলো ভাই

বিজয় ধিবর বলছে হরি

নাম ছাড়া গতি নাই

প্রেমানন্দে বাহু তুলে

হরি বলো ভাই

হরি নামের জলে ডুব দিলে ওওওও

হরি নামের জলে ডুব দিলে

জুরায় মন ও প্রান


কে আনিলোরে কোথায় ছিলোরে

মধু মাখা হারি নাম

কে আনিলোরে কোথায় ছিলোরে

মধু মাখা হারি নাম



নদিয়া নগরে শচি মাতার ঘরে

নদিয়া নগরে শচি মাতার ঘরে

উদইয় হলো নিমাই চাঁদ


কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

কে আনিলোরে কোথায় ছিলো রে

মধু মাখা হারি নাম

Post a Comment

1 Comments