Pages

Ei Faguni Purnima Rate Chol Polaye Jai Lyric(আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই লিরিক্স) || Bhumi Bangla Band || 2011 Album Song || Surojit Chaterjee || Nj Music Bengali

যেন ঢাক আছে আর কাঠি নাই
তোরে ছাড়া আমার হাল টা যে তাই
ভাবুক যা খুশি সবাই।

আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
দূর দেশে যাব রে, বাসা বানাব রে
থাকব দূজনে একসাথে।।

বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা
তখন থেকেই যেন আনমনা মন আর, উঠান লাগে শুধু বেঁকা
আমার উঠান লাগে শুধু বেঁকা,  চল পলায়ে যাই।।

তোর আঁখি দুটি যেনো মাতলা নদী করেছে আমায় পাগল
তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন
আমার আনচান আনচান করে মন গো;  চল পলায়ে যাই।।

কানে দিব ফুল নাকে নাকছাবি গলায় দিব সীতা হার
হাতে দিব চুড়ি ভাবতে নাহি পারি আর কি দিব উপহার
আমি আর কি দিব উপহার গো; চল পলায়ে যাই ।।

একসাথে দুজনে বাগান বানাব করব গোলাপের চাষ
ছোট্ট দুটি ঘর রইবে সেখানে করব দুজনে বাস
জোড়া গোলাপের কলি দেব গুঁজে খোপাতে তোর রোজ ভোরে
বাকি যত ফুল বেচব গিয়ে হাওড়ার ঐ ফুলের বাজারে
তোকে জোড়া গোলাপ দিব ভোরে; চল পলায়ে যাই।।

Post a Comment

0 Comments