Amar Moto Eto Sukhi song Info
Song: Amar Moto Eto Sukhi
Cast: Razzak, Doly johur & Bapparaj
Singer: Khalid Hassan Milu
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Alauddin Ali
Movie: Baba Keno Chakor
Director: Nayok Raj Razzak
Production: Razlokkhi Production
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
ঝরালো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন,
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন।
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
ঝরালো মায়ার বাঁধন
ঝরালো মায়ার বাঁধন,
ঝরালো মায়ার বাঁধন।
0 Comments