Noyono Sorosi Keno Lyrics by Kishore Kumar. Nayano Sarasi Keno Voreche Jole Bangla Song Lyrics written by Mukul Dutt And This Bengali Song Music composed by Kishore Kumar.
Song: Nayan Sarasi Keno Bhorechhe Jale
Artiste: Kishore Kumar
Lyricist: Mukul Dutt
Music Director: Kishore Kumar
Music Label: Saregama Bengali
নয়ন সরসী কেন, ভরেছে জলে
কত কি রয়েছে লেখা,
কাজলে কাজলে (x2)
নয়ন সরসী কেন।
বেদনার কলি তুমি,
দাও ভালোবেসে বঁধু (x2)
ফুল ফোটানোর ছলে,
আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি, চোখে সাজালে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন।
জনম সফল হবে
বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে
দেখা যাবে ফুলসাজে
নিশিরাতে বিরহের,
নিশিরাতে বিরহের,
বাঁশী ওরে কে বাজায়
ভালোবেসে কেন বঁধু,
আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি, মরণ নিলে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন, ভরেছে জলে
কত কি রয়েছে লেখা,
কাজলে কাজলে.. নয়ন সরসী।
0 Comments