Pages

Jagorane Jay Bibhabari Lyric Rabindra Sangeet (জাগরণে যায় বিভাবরী #রবীন্দ্র সঙ্গীত লিরিক্স) Rabindra Sangeet



-: রবীন্দ্র সঙ্গীত :-

রাগ:- বেহাগ, তাল :- কাহারবা

জাগরণে যায় বিভাবরী

আঁখি হতে ঘুম নিল হরি

কে নিলো হরি ?

মরি মরি,

জাগরণে যায় বিভাবরী

আঁখি হতে ঘুম নিল হরি,

কে নিলো হরি?

মরি মরি,

জাগরণে যায় বিভাবরী।। 


যার লাগি ফিরি একা একা

আঁখি পিপাসিত নাহি দেখা,

যার লাগি ফিরি একা একা

আঁখি পিপাসিত নাহি দেখা,

তারই বাঁশি, ওগো তারই বাঁশি

তারই বাঁশি বাজে হিয়া ভরি,

মরি মরি,

জাগরণে যায় বিভাবরী।। 


বাণী নাহি তবু কানে কানে

কী যে শুনি,

কী যে শুনি তাহা কে বা জানে,

বাণী নাহি তবু কানে কানে

কী যে শুনি,

কী যে শুনি তাহা কে বা জানে,


এই হিয়া ভরা বেদনাতে

বারি ছলছল আঁখি পাতে,

এই হিয়া ভরা বেদোনাতে

বারি ছলছল আঁখিপাতে,

ছায়া দোলে, তারি ছায়া দোলে

ছায়া দোলে দিবানিশি ধরি,

মরি মরি,

জাগরণে যায় বিভাবরী

আঁখি হতে ঘুম নিল হরি

কে নিলো হরি ?

মরি মরি,

জাগরণে যায় বিভাবরী।। 

Post a Comment

0 Comments