Song : Prithibi Hariye Gelo
Movie : Guru Dakshina (1987)
Singer : Mohammed Aziz
Music Composer : Bappi Lahiri
Lyricist : Bhabesh Kundu
পৃথিবি হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়,
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়।
হে হে হে হে, লা লা লা লা লা..
নিজে চাই হেসে খেলে জীবন মধুর
কেউ যদি হয় হোক বেদনা বিধুর,
নিজে চাই হেসে খেলে জীবন মধুর
কেউ যদি হয় হোক বেদনা বিধুর,
আমরা সবাই ভাবি নানা অছিলায়
সুখটাকে কেড়ে নেবো বাঁকা ইশারায়।
পৃথিবি হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়,
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়।
হে হে হে হে, লা লা লা লা লা..
জীবনে চলার পথে যত করি ভুল
ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল,
জীবনে চলার পথে যত করি ভুল
ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল,
আলোর পরশ খুঁজি মিছে আলেয়ায়
সুর্য লুকাতে চায় গাছেরি ছায়ায়।
পৃথিবি হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়,
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়।
হে হে হে হে, লা লা লা লা লা..
0 Comments