আমার একলা আকাশ
থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো
সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেললেই
ফুল ফুটেছে
আমার ছাদে এসে
ভোরের শিশির
ঠোট ছুঁয়ে যায়
তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর
আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায় কতদূর
আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে
অলস মেঘলা মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক
ধূলো মাখা বইয়ের তাক
যেনো বলছে, বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
Amar Ekla Akash Lyrics in English Front:-
Amar ekla akash thomke geche
Rater srote vese
Sudhu tomay valobase
Amar din gulo sob rong chineche
Tomar kache ese
Sudhu tomay valobase
Tumi chokh mellei
Ful futeche
Amar chade ese
Vorer sisir
Thot chuye jay
Tomay valobase
Amar ekla akash thomke geche
Rater srote vese
Sudhu tomay valobase
Amar klanto Mon ghor khujeche jokhon
Ami chaitam, pete chaitam
Sudhu tomar telephone
Ghor vora dupur
Amar ekla thakar sur
Rodh gaito, Ami vabtam
Tumi kothay kotodur
Amar besure guitar sur badheche
Tomar kache ese
Sudhu tomay valobase
Amar ekla akash chand chineche
0 Comments