Pages

Dariye Acho Tumi Amar Song Lyrics(দাঁড়িয়ে আছ তুমি আমার) Rabindra Sangeet












Song : Dariye Acho Tumi Amar
Singer : Subhamita Banerjee
Music Arranged by : Prattyush Bandyopadhyay
Painting Courtesy : Samiran Ray
Camera : Subha Dey
Edit : Hiranmay Biswas
Label : Asha Audio


Dariye Achoo Tumi Amar Song Lyrics


দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।

বাতাস বহে মরি মরি,
আর বেঁধে রেখো না তরী।
এসো এসো পার হয়ে মোর
হৃদয়- মাঝারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।

তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।

কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি।
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।

Post a Comment

0 Comments