Pages

Ma Go Tumi Sarbojanin (মা গো তুমি সর্বজনীন) দূর্গা পূজার গান)Lyrics || Shreya Ghoshal || Durga Puja Song || Bengali Divosional Song || Nj Music Bengali



Pujo Theme SONG :- Surochi Sangho

Song : Maa Go Tumi Sarbojanin
Singer : Shreya Ghoshal
Music : Jeet Gannguli
Lyricist : Mamata Banerje

মা গো তুমি সর্বজনীন লিরিক্স (দূর্গা পূজার গান )

মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে,
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে
মা, আম্মি, মাদার একই ভূলি তা কি করে?
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।

ঘরে যে মা মন্দিরেতেও
দেখি মোরা সেই মায়েরই মুখ,
মা দেবীতে ফারাক কোথায়?
সব মা-ই যে একই দেবীর রূপ৷
ত্রিভূবনেও আছো মা গো
আছো মাটির ঘরে,
মা, আম্মি, মাদার একই ভূলি তা কি করে?
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।

জন্মদায়িনী মা তুমি
আগলে রাখো দুহাতে সন্তানে,
জগদ্ধাত্রী মা গো তুমি
আগলে রাখো তেমনি ভূবনে৷
হৃদয় মাঝে তাই তো বাঁধা
দুই মা-ই এক সুরে৷
মা, আম্মি, মাদার একই ভূলি তা কি করে?
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।

Post a Comment

1 Comments