Pages

Bone Noy Mone Mor (বনে নয় মনে মোর) Bengali Lyrics Manabendra Mukhopadhyay


 

বনে নয় মনে মোর,
পাখি আজ গান গায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর,
পাখি আজ গান গায়
বনে নয় ..

একি তবে রূপময় অপরূপ দিল ডাক
একি তবে রূপময় অপরূপ দিল ডাক
স্বপনেরও সমারোহে বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে উন্মনা মন যেন
তারই সাড়া পায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর,
পাখি আজ গান গায়
বনে নয় ..

চম্পা বকুলের ভাঙে ঘুম,
ভাঙে ঘুম
চঞ্চল হল আজ ফাল্গুন,
ভাঙে ঘুম
তার সে চরণের,
সুর বাজে রুনুঝুন রুনুঝুন
হায় তার সে চরণের
সুর বাজে রুমঝুম রুমঝুম

রঙে রূপে জানিনা  সুন্দরও নীলাকাশ
সেকি তবে  জীবনে মধুরেরও উপহাস
তার ফুল বাঁশরীতে এই আমি আপনারে
যেন খুঁজে পায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর,
পাখি আজ গান গায়
বনে নয়বনে নয়বনে নয়

Post a Comment

0 Comments