![]() |
Manjuri Opera |
ছায়াছবি:- মঞ্জুরী অপেরা
শিল্পী:- সন্ধ্যা মুখার্জী
আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে
একলা পেয়েছি তোমায় নিধুবনে ×২
আজ হোলি খেলবো চরণে দলবো (×২)
কুমকুম মারিবো তোমার রাঙা চরণে (×২)
শোনো ওহে বনমালী ভাঙবো তোমার চতুরালি (×২)
কুমকুম মারিবো তোমার রাঙা চরণে (×২)
একলা পেয়েছি তোমায় নিধুবনে
আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে।
একলা পেয়েছি হেথা পালিয়ে যাবে কোথা (×২)
লালে লাল করব অঙ্গ নির্জনে
কুমকুম মারিবো তোমার রাঙা চরণে।
রঙে রঙে পিচকারী' রেখেছিল ও বংশীধারী (×২)
বারেক দাঁড়াও না হেসে ও চাঁদ বদনে (×২)
একলা পেয়েছি তোমায় নিধুবনে
আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে।
0 Comments